ইতিমধ্যেই এই ইস্যুতে অনেক বিতর্ক, বিক্ষোভ হয়েছে। শেষ পর্যন্ত পিপিপি মডেলে স্কুল চালানোর খসড়া বিধির বিষয়টি কার্যত উড়িয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শনিবার বাংলা অ্যাকাডেমিতে এক সাংবাদিক বৈঠকে তাঁকে এ নিয়ে প্রশ্ন করা হয়। ব্রাত্যবাবু বলেন, এরকম একটি বিষয় নীতিগত সিদ্ধান্ত। দপ্তরে আলোচনা না করে কখনও এরকম সিদ্ধান্ত নেওয়া যায় না। তিনি জোর দিয়েই বলেন, এই বিষয়ে তাঁর দপ্তরের আধিকারিকদের সঙ্গে বা মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও আলোচনা হয়নি। শুধু তাই নয়, তিনি খসড়া বিজ্ঞপ্তিটি চোখেই দেখেননি। তাই দফতরের এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনও প্রশ্ন উঠছে না। তিনি খসড়া বিজ্ঞপ্তিটি দেখে তবেই সেটি ভুয়ো কি না বলতে পারবেন বলে জানান। তিনি আরও জানান, সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো জিনিসই চালাচালি হয়। এটিও তেমনই বলে তাঁর ধারণা।
প্রসঙ্গত, স্কুল শিক্ষা থেকে হাত গুটিয়ে নিচ্ছে রাজ্য! শিক্ষাক্ষেত্র থেকে এবার হাত গুটিয়ে আগ্রাসী বেসরকারিকরণের পথে যাচ্ছে রাজ্য সরকার। বেসরকারি বিনিয়োগকে স্বাগত জানিয়ে সরকারি শিক্ষাঙ্গনের জমি, বিল্ডিং সহ অন্যান্য পরিকাঠামো তুলে দেওয়া হবে। পিপিপি মডেলে রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কীভাবে তুলে দেওয়া হবে তার জন্য খসড়া নীতি তৈরি করেছে রাজ্যের শিক্ষা দফতর। এমনই খবর মিলছে। গত ২ডিসেম্বর নবান্নে এসে মমতা ব্যানার্জির সঙ্গে একান্তে বৈঠক করে গিয়েছিলেন আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি। গৌতম আদানির পর গত ১০ফেব্রুয়ারি নবান্নে এসে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন আদানি পুত্র করণ আদানি।
জানা গেছে, মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের সঙ্গে একান্ত বৈঠকে তাজপুর গভীর সমুদ্র বন্দরের পাশাপাশি এরাজ্যের শিক্ষাক্ষেত্রে আদানি গোষ্ঠীর বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে। ঘটনা হলো, ২০০৩সাল থেকে আদানি গোষ্ঠী শিক্ষাক্ষেত্রে প্রবেশ করে। ‘আদানি বিদ্যা মন্দির’ শিক্ষাক্ষেত্রে আদানি গোষ্ঠীর নয়া বিনিয়োগের ক্ষেত্র। আদানিদের হাতে রাজ্যের সরকারি শিক্ষাঙ্গনকে উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে রাজ্য। ইতিমধ্যেই ৭৯টি জুনিয়ার হাই ও হাই স্কুলে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। কারণ হিসাবে পড়ুয়ার সংখ্যাকে সামনে এনেছিল সরকার। শিক্ষক, শিক্ষিকাদের বদলি করে দেওয়া হয়েছিল অন্য বিদ্যালয়ে। এখন সরকার ঠিক করেছে, স্কুলের বাড়ি আর জমি অব্যবহৃত পড়ে আছে। সেই সরকারি সম্পত্তির এখন হাত বদল হয়ে যাবে বেসরকারি হাতে।
খসড়া নীতিতে স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্য সরকার বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেবে জমি, বাড়ি। বেসরকারি সংস্থাকে সরকারের শিক্ষা প্রতিষ্ঠানের জমি ও বাড়ি তুলে দেওয়ার জন্য সময়ে সময়ে প্রস্তাব তৈরি করবে। যার মূল উদ্দেশ্য হিসাবে স্পষ্টতই বলে দেওয়া হয়েছে, বেসরকারি বিনিয়োগকে আকৃষ্ট করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। পিপিপি মডেলে স্কুল তৈরির জন্য সরকারের তরফে প্রস্তাব (রিকোয়েস্ট ফর প্রোপোজাল) আসার পর বেসরকারি বিনিয়োগকারীরা তাতে অংশগ্রহণ করবে। কাদের হাতে তুলে দেওয়া হবে সরকারি স্কুলের জমি ও বাড়ি তা ঠিক করার সময় বিনিয়োগে আগ্রহী সংস্থার শিক্ষাজগতে কাজের গুণগত মান ও আর্থিক ক্ষমতা বিচার করবে সরকার। ৮০শতাংশ প্রযুক্তিগত দিকের সঙ্গে ২০শতাংশ আর্থিক সক্ষমতা থাকলেই সরকারি সম্পত্তি তুলে দেওয়া হবে বেসরকারি হাতে।
নিয়োগের দুর্নীতিতে জর্জরিত হলেও এরাজ্যে এখনও শিক্ষক নিয়োগের দায়িত্ব পালন করে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু ভবিষ্যতে শিক্ষক নিয়োগের দায়িত্ব থেকেও হাত তুলে নেবে সরকার। খসড়া নীতিতে জানিয়ে দেওয়া হয়েছে, স্কুল চালাতে শিক্ষক, শিক্ষাকর্মী সহ অন্যান্য প্রয়োজনীয় কাজের জন্য নিয়োগের দায়িত্ব পালন করবে বেসরকারি সংস্থাই। রাজ্যের চালু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এখনই নামমাত্র অর্থের বিনিময়ে শিক্ষক নিয়োগ করার চল আছে। এরপর একদিকে যেমন সরকার শিক্ষক নিয়োগের দায়িত্ব থেকে হাত গুটিয়ে নেবে, তেমনই সামান্য অর্থের বিনিময়ে শিক্ষিত ছেলেমেয়েদের বাধ্য করা হবে শিক্ষাদানে। পিপিপি মডেলে স্কুলে কত শিক্ষক নিয়োগ হবে তার সংখ্যাও ঠিক করার দায়িত্ব বর্তানো হয়েছে বিনিয়োগকারীদের ওপরই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন