শিক্ষাদফতরের সিদ্ধান্ত মাফিক আজ থেকে শুরু হয়েছে পাড়ায় শিক্ষালয় কর্মসূচি। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও শুরু হয়েছে উন্মুক্ত প্রাঙ্গনে ক্লাস। চেতলা অগ্রণীর মাঠে মেয়র ফিরহাদ হাকিমের এলাকায় পাড়ায় শিক্ষালয়ের আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার সকালেই শিক্ষালয় ঘুরে দেখেন মেয়র। মেয়রের এলাকার এই শিক্ষালয়ে চেতলা গার্লস, চেতলা বয়েজ স্কুলের পড়ুয়ারা আসে।
এর পরে মেয়র বলেন, "পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত পাড়ায় শিক্ষালয় চলবে। এরকমভাবেই মাঠে আনন্দ করে ক্লাস হবে। আমরা ধীরে ধীরে স্কুলগুলোকে ইনডিভিজ্যুয়াল করে দেব। এক একটা স্কুল এক-এক জায়গায় ক্লাস করবে। যেখানে পড়ুয়া বেশি, সেখানে ক্লাস হবে। শান্তিনিকেতনেও তো গাছের তলায় পড়াশোনা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করে গিয়েছিলেন। প্রকৃতির মাঝখানে পড়াশোনা করার মতো আনন্দ আর কিছুতে নেই। পরে তো আমরা কাঠ-সিমেন্ট দিয়ে পড়াশোনা শুরু করলাম। তার আগে তো এমনভাবেই পড়াশোনা হত। এটা একটা আলাদা আনন্দ আছে, কিছুদিন উপভোগ করুক।" এর পরে মেয়র বলেন, "তারপর যদি আমাদের যে অ্যাডভাইজারি কমিটি রয়েছে, যাঁরা কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা করেন, তাঁরা যদি দেখেন, তাঁরা বললে সেই বুঝে সিদ্ধান্ত হবে।" এদিকে শিলিগুড়িতে পাড়ার শিক্ষালয়ের শুরুতেই দেখা যায় বিপত্তি। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে খোলা আকাশের নীচে প্রখর রোদে ক্লাস করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে একাধিক পড়ুয়া। সেখানে ধরা পড়ে চরম অব্যবস্থার ছবি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন