এবার আর কলকাতায় নয়, দিল্লিতে হবে তৃণমূলের জাতীয় কর্ম সমিতির পরবর্তী বৈঠক। পাঁচ রাজ্যের চলতি ভোটের ফল ঘোষণা আগামী ১০ মার্চ। তার পরেই এই বৈঠক হবে বলে জানা গিয়েছে তৃণমূল সূত্রে।
শুক্রবারই গঠিত হয় তৃণমূলের পুর্নাঙ্গ কর্ম সমিতি। এর আগে শুধুমাত্র চেয়ারপার্সন নির্বাচিত হলেও কাল স্থির হয়ে যায় সমস্ত পদাধিকারির নাম। আগেই জানা যায় যে প্রথম ওয়ারকিং কমিটির বৈঠক হবে দিল্লিতে। যদিও শুক্রবার কলকাতায় প্রথম বৈঠক হয় কারণ পুর্নাঙ্গ কমিটি তৈরি ছিল না।আগামী মার্চ মাসে লোকসভার অধিবেশন রয়েছে। এর পাশাপাশি মার্চ মাসের ১০ তারিখে প্রকাশিত হবে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল। প্রতিবারই অধিবেশনের সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় একবার করে সাংসদদের সঙ্গে দেখা করেন এবং তাদের নির্দশ দেন। মনে করা হচ্ছে যে সংসদ শুরুর সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবেন এবং তখনই ওয়ারকিং কমিটির বৈঠক হবে দিল্লিতে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন