কয়লা পাচার কাণ্ডে শীর্ষ আদালতে ধাক্কা অভিষেক-রুজিরার। ইডি-র এক্তিয়ারকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যে মামলা করেছিলেন। যদিও তা গৃহীতই হল না এদিন। সোমবার ইডি-র কাছে হাজিরার আগে শীর্ষ আদালতে যান অভিষেক-রুজিরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই ইডি দফতরে পৌঁছেছেন অভিষেক। ইডি দফতরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সময় দেওয়া হয়েছিল সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে।
ইডির সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক-রুজিরা। কিন্তু সেই মামলা এদিন গৃহীত হয়নি। সূত্রের খবর, সুপ্রিম কোর্টে মামলা করার ক্ষেত্রে একটি নির্দিষ্ট পন্থায় এগোতে হয়। বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল জানান, তিনি যখন এই মামলা শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এন ভি রমনের বেঞ্চে মেনশন করতে যান, তখন তা রাখা হয়নি। প্রধান বিচারপতি জানিয়ে দেন, সোমবার দ্রুত শুনানির আর্জি সংক্রান্ত এই মামলা মেনশন করা যাবে না, আর শুনানিও হবে না। মামলা গৃহীত না হওয়ার ফলে নির্দিষ্ট সময়েই ইডি দফতরে পৌঁছতে হল অভিষক বন্দ্যোপাধ্যাকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন