বড় সিদ্ধান্ত নিল সরকার। সরকারি শিক্ষক-চিকিৎসকদের জন্য নতুন বদলি নীতি প্রকাশ করল স্বাস্থ্যদফতর। তাতে গোটা রাজ্যকে চারটি জোনে ভাগ করে দীর্ঘদিনের চাহিদা মেটানো হল। নির্দেশে জানানো হয়েছে, কলকাতা সংলগ্ন শহরতলির বাইরে বাংলার যে বিস্তীর্ণ জেলা আছে , বিশেষ করে পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গ, চাকরি জীবনের অন্তত অর্ধেকটা সময় সেখানে একলপ্তে বা পর্যায়ক্রমে কাটাতেই হবে শিক্ষক-চিকিৎসকদের।
আরও বলা হয়েছে, চাকরি জীবনের শুরুতে নিজের পছন্দের জোন বা এলাকায় কাজ করতে পারবেন একজন শিক্ষক-চিকিৎসক। তার মধ্যে কলকাতা ও শহরতলিও থাকতে পারে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন