স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা চেয়ে রাজ্য সরকারকে চিঠি দিল বেসরকারি হাসপাতালের মালিকরা। এই চিঠিতে বলা হয়েছে, পরিষেবা দেওয়ার ২০ দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে টাকা মেটাতে হবে। অথচ ৩ মাস হয়ে গেলেও টাকা পাওয়া যাচ্ছে না।
প্রসঙ্গত, বেসরকারি হাসপাতালগুলির তরফ থেকে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে পূর্ব ভারতীয় বেসরকারি হাসপাতালগুলোর সংগঠনের তরফ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে চলতি মাসের ১৪ তারিখ। চিঠিতে সংগঠনের তরফ থেকে বলা হয়েছে, স্বাস্থ্যসাথী প্রকল্পের বকেয়া বিলের অঙ্ক একটা বড়সড় জায়গায় পৌঁছে গিয়েছে। প্রকল্প চালু করার সময় বলা হয়েছিল, পরিষেবা দেওয়ার ২০ দিনের মধ্যেই বিল মিটিয়ে দেওয়া হবে। কিন্তু বর্তমানে ২০ দিনের পরিবর্তে তিন মাস হয়ে গেলেও টাকা পাচ্ছে না বেসরকারি হাসপাতালগুলি। বেসরকারি হাসপাতালগুলির সংগঠনের তরফ থেকে বলা হয়েছে, এভাবে চলতে থাকলে আগামী দিনে স্বাস্থ্যসাথী প্রকল্পে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন