মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর পুলিশ। তারাপীঠ থেকে গ্রেপ্তাপ আনারুল হোসেন। প্রসঙ্গত, বগটুই-কান্ডে প্রথম থেকে তৃণমূল নেতৃত্ব ও আনারুল হোসেনের দিকেই আঙুল তুলছিল আক্রান্তদের পরিবার।
আক্রান্তদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিলেন মমতা। পরিবারগুলির হাতে তুলে দিলেন ৫ লক্ষ টাকার চেক। যাঁদের ঘর পুড়ে গিয়েছে তাঁদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে আরও ১ লক্ষ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে পরিজনদের চাকরি দেওয়ার প্রস্তাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন