বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সম্ভবত দোলের পরেই আছড়ে পড়তে চলেছে এ বছরের প্রথম ঘূর্ণিঝড়। গতবার এপ্রিল পর্যন্ত কোনও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ছিল না। এবার চোখ পাকাচ্ছে ঘূর্ণিঝড় অশনি। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে শ্রীলঙ্কা। তবে এই ঘূর্ণিঝড়ের দরুন স্থলভাগে এখনও বিরাট কোনও ক্ষয়-ক্ষতির আশঙ্কার খবর নেই। আলিপুর আবহাওয়া দফতরের এক অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বুধবার জানিছেন যে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ১৫ মার্চ একটি নিম্নচাপ (Cyclone Update Bengal) তৈরি হয়েছে (Cyclone Ashani)।যা ত্রমেই উপরসাগর অঞ্চলে আন্দামানের কাছাকাছি এসে শক্তি সঞ্চয় করবে। পরে ১৯ মার্চ এই নিম্নচাপটি দক্ষিণ ও পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে এটি স্পষ্ট নিম্নচাপে পরিণত হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন