এবার 'দুয়ারে পেনশন'! এবার এমনই গুরুত্বপূর্ণ উদ্যোগ নিচ্ছে শ্রমমন্ত্রকের আওতায় থাকা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও। পিএফের সুবিধা পান, এমন বেসরকারি সংস্থার কর্মীদের জন্য এই প্রকল্প শুরু হয়েছে রাজ্যে। 'প্রয়াস' নামে প্রকল্পটির মূল লক্ষ্য, অবসরের দিনই কর্মীদের হাতে পেনশন তুলে দেওয়া হবে।
একটা সময় ছিল, যখন নিজের হকের পেনশনের জন্য জুতোর শুকতলা ক্ষয়ে যেত বেসরকারি সংস্থার কর্মীদের। পিএফ অফিসের নানা অজুহাত, উৎকোচ ও টালবাহানার জাঁতাকলে পিষতেন তাঁরা। এখনও যে সেই সমস্যা পুরোপুরি কাটিয়ে ওঠা গিয়েছে, তা নয়। যদিও ইপিএফও দফতরের কর্তাদের দাবি, আগের চেয়ে পরিস্থিতি অনেক ভালো হয়েছে। পেনশন সংক্রান্ত নথি বা কাগজপত্র ঠিক থাকলে পেনশন পেতে বেশি সময় লাগে না। কিন্তু পেনশনের ব্যাপারে যদি কর্মী নিজেই একটু সচেতন হন এবং সংশ্লিষ্ট সংস্থা উদ্যোগ নেয়, তাহলে অবসরের দিনই পেনশন সংক্রান্ত যাবতীয় ছাড়পত্র পাওয়া সম্ভব।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন