২০২১ থেকে শিক্ষা নিয়ে বড় উদ্যোগ নিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA । ইতিমধ্যে জয়েন্টে জালিয়াতি রুখতে বেশকিছু
ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। এক নজরে দেখে নিন কী সেই নিয়ম।
জয়েন্ট এন্ট্রান্স মেইনের ২০২১ সালে ঘটেছিল এই জালিয়াতি। দেখা গিয়েছিল দেশের বহু পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্র হিসাবে কিছু নির্দিষ্ট সেন্টারকে বেছে নিচ্ছেন। পরে তদন্তের পর জানা যায়, ওইসব সেন্টারের সঙ্গে গোপনে আঁতাত ছিল জয়েন্টের কোচিং সেন্টারগুলির। এবার সেই প্রতারণা চক্রকে ভাঙতে নতুন নিয়ম চালু করেছে NTA। বলা হয়েছে, কোনও পরীক্ষার্থী তার স্থায়ী বা বর্তমান ঠিকানা অনুযায়ী শহরের পরীক্ষা কেন্দ্র নির্বাচন করতে পারবেন। কেবল রেজিস্ট্রেশনের সময় এই ঠিকানার স্থান পূরণ করা যাবে। পরে চাইলেও সেই ঠিকানা পরিবর্তন করা যাবে না। পরীক্ষার্থী আসল কিনা জানতে তা রেজিস্ট্রেশনের সময় যাচাই করে নেওয়া হবে। অন্তত সেই পথেই হেঁটেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। সেই কারণে এই বছর থেকেই প্রথম ওটিপি পক্রিয়া চালু করেছে কর্তৃপক্ষ। যেখানে রেজিস্ট্রেশনের সময় পরীক্ষার্থীর রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP পাঠানো হবে। পরীক্ষার্থীর ইমেলে পাঠানো হবে এই OTP। প্রার্থীকে পরীক্ষার ফি জমা দেওয়ার সময় এই ওয়ান টাইম পাসওয়ার্ড লিখতে হবে। তবেই পাওয়া যাবে পরীক্ষায় বসার ছাড়পত্র।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন