সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ডুয়ার্সের প্রত্যন্ত বনবস্তি এলাকা, চা বলয় থেকে অনেকেই পরীক্ষা দিচ্ছে এ বছর। প্রতি বছরই এখান থেকে ছেলেমেয়েরা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক দেয়। বছরভর বহু প্রতিকূলতার সঙ্গে লড়াই করেও আলোর পথে হাঁটার জন্য সবরকম লড়াই চালায় তারা। এবার সেই লড়াকুদের পাশে দাঁড়াতে এগিয়ে এল কালচিনি ব্লক প্রশাসন। বনবস্তি থেকে অনেক দুর্গম রাস্তা ধরে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হয় তাদের। পথে কোনওরকম সমস্যায় পড়লে তারা যাতে সঙ্গে সঙ্গে ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারে তার জন্য হেল্পলাইন নম্বর চালু করল কালচিনি ব্লক প্রশাসন।
এদিকে, পরীক্ষা শুরুর প্রথম সোয়া এক ঘণ্টা শৌচালয়ে যেতে পারবে না মাধ্যমিকের ছাত্র-ছাত্রীরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন