আগেই প্রশান্ত কিশোরের সঙ্গে আলোচনা কিছুটা এগিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত কোনও কারণে সেই চুক্তি চূড়ান্ত হয়নি। দীর্ঘদিন আলোচনার পরও পিকে কংগ্রেসে যোগদান করেননি। আবার কংগ্রেসের পরামর্শদাতা হিসাবেও কাজ করেননি। অগত্যা পিকের বিকল্প হিসাবে তাঁরই একসময়ের সহযোগীকে নিয়োগ করল কংগ্রেস। ২০২৩ সালে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য সুনীল কানুগলুকে পরামর্শদাতা হিসাবে নিয়োগ করল কংগ্রেস।
কে এই সুনীল কানুগোলু?
২০১৯ লোকসভা নির্বাচনের আগে ডিএমকে–র হয়ে কাজ করেছেন। ‘'নামাক্কু নামে' (আমরা আমাদের জন্য) নামে সেই প্রচার অভিযান দারুণ ছাপ ফেলে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে ভালো আসন পায় ডিএমকে। কিন্তু এর পরেই কানুগোলু দল বদলে এআইএডিএমকে–র হাত ধরেন। ২০২১ নির্বাচনে হেরে যায় এআইএডিএমকে। জেতে ডিএমকে। তাদের সেবার প্রচার সামলেছেন পিকে এবং তাঁর আইপ্যাক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন