রাজ্যে দীর্ঘ দিন বন্ধ শিক্ষক নিয়োগ। অনিয়মের অভিযোগে আদালতে দায়ের হয়েছে মামলা। মূলত সেই কারণে আটকে আছে নিয়োগ প্রক্রিয়া। এমন আবহে বড়ঞাঁর পাঁচথুপি গার্লস হাইস্কুলে শিক্ষকের অভাবে স্কুলের পঠনপাঠন প্রায় বন্ধ হতে বসেছে।
আছে স্কুল, আছে পড়ুয়া কিন্তু অভাব শুধু শিক্ষকের। বড়ঞাঁ ব্লকের অন্তগর্ত পাঁচথুপি গার্লস হাইস্কুল বন্ধের পথে শিক্ষকের অভাবে। ওই স্কুলের প্রায় ৯০০ জন ছাত্রীর ভবিষ্যৎ এখন অন্ধকারে। হাতে গোনা মাত্র ৪ জন শিক্ষিকা রয়েছেন। ক্লাস প্রায় বন্ধের পথে। ভবিষ্যৎ নিয়ে কপালে চিন্তার ভাঁজ অভিভাবকদের। পড়ুয়াদের দাবি, প্রশাসনের তৎপরতায় স্কুলে আরও নতুন শিক্ষিকা নিয়োগ করা হোক। খুব তাড়াতাড়ি স্কুলে নিয়মিত পঠনপাঠন শুরু করার দাবি জানিয়েছেন পড়ুয়ারা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন