কোভিড ১৯ সংক্রমণ থেকে এখনও মুক্ত নয় দেশ। এই কথা মাথায় রেখেই এবার বাড়ানো হয়েছে উচ্চমাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রের সংখ্যা। সংসদ সূত্রের খবর, সারা রাজ্যে ৬০০০ এরও বেশি পরীক্ষাকেন্দ্রে চলবে পরীক্ষাগ্রহণ। এই সিদ্ধান্তের পরে কিছু প্রশ্ন তুলেছেন শিক্ষকদের একাংশ। পরীক্ষাকেন্দ্র বেড়েছে ঠিকই কিন্তু রাজ্যে বাড়েনি শিক্ষক সংখ্যা।
সরকারের এক সূত্রের খবর, রাজ্য সরকারের উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে নিজেদের জেলার স্কুলেই বদলি করা হচ্ছে বহু শিক্ষক শিক্ষিকাদের। এই নয়া প্রকল্পের আওতায় এখনও অবধি ১০ হাজার শিক্ষক শিক্ষিকার বদলি হয়েছে। গ্রামের সরকারি স্কুলগুলিতে এমনিতেই পড়ুয়া অনুপাতে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কম। এই বদলির ফলে বিশেষ করে সমস্যায় পড়েছে রাজ্যের গ্রামের স্কুলগুলি। বহু স্কুলের শিক্ষক শিক্ষিকার সংখ্যা কমতে কমতে এখন ৩/৪। সুতরাং প্রশ্ন উঠছে, এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার পরিদর্শনের জন্য যথেষ্ট সংখ্যায় শিক্ষক শিক্ষিকাদের পাওয়া আদৌ সম্ভবপর হবে তো? সূত্রের খবর, এই বিষয়ে প্রতিটি জেলার স্কুল পরিদর্শকদের নিয়ে শীঘ্রই বৈঠকে বসতে চলেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন