স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। কখনও গ্রুপ ডি, কখনও এসএলএসটি-তে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীদের বড় অংশ। আর সেরকমই একটি দুর্নীতির মামলায় এবার নজিরবিহীন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগ সংক্রান্ত অভিযোগের মামলায় এসএসএসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেব চাইল কলকাতা হাইকোর্ট। শুক্রবার ছিল সেই মামলার শুনানি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ৩১ মার্চের মধ্যে শান্তি প্রসাদের সব সম্পত্তির হিসেব জমা দেওয়া হয়।
মামলায় চার মামলাকারীর বক্তব্য ছিল, পুরনো প্যানেল বাতিল করে নতুন প্যানেল তৈরি করে নিয়োগ করতে হবে। যাঁরা যোগ্য তাঁদের কমিশন চাকরি দেয়নি বলেই অভিযোগ করেন মামলাকারীরা। গত ১ ফেব্রুয়ারি তথ্য জানার অধিকারে মামলাকারী স্কুলের কাছে জানতে চান ইনসান আলি নামে এক শিক্ষক সম্পর্কে। এই ইনসান আলির নিয়োগ নিয়েই অভিযোগ ওঠে এসএসসি-র বিরুদ্ধে। এই শান্তি প্রসাদবাবুর সুপারিশেই ওই ইনসান আলির নিয়োগ যাঁর নিয়োগ নিয়েই অভিযোগ। সেখানে জানা যায় ইনসান ওবিসি প্রার্থী। নিয়োগের ৬ বছর পর কেন মামলা দায়ের হল, তা নিয়ে প্রশ্ন ওঠে। যদিও সে কথা কানে তোলেনি বিচারক। সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি। এর আগে এই মামলার অভিযোগ শুনে আদালত মন্তব্য করেছিল, এটা হিমশৈলের চূড়া মাত্র।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন