কয়লা-কাণ্ডে প্রথম থেকেই অস্বস্তিতে রয়েছে শাসক দল। তৃণমূল বা তৃণমূল ঘনিষ্ঠ লোকজনের নামই সামনে এসেছে এই মামলায়। একুশের বিধানসভা নির্বাচনের আগে কয়লা-কাণ্ডের তদন্ত শুরু হলেও এখনও চলছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ।
মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইডি দফতরে যাওয়ার কথা থাকলেও, ব্যক্তিগত কারণ থাকায় তিনি যাননি। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন, প্রয়োজনীয় নথি ইমেলে পাঠিয়ে দেওয়া হবে।
এর আগে কয়লা কাণ্ডে গত ২১ মার্চ ইডি দফতরে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে ইডির দফতরে প্রায় সাড়ে আট ঘণ্টার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। এরপর বাইরে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "আমি আমার অবস্থানে অনড়। ১০ পয়সার অভিযোগ প্রমাণিত হলে আমি ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব। আমি মাথানত করব না। আমি অন্য মেটিরিয়াল। এসব যত করবে আমি লক্ষ্যে অবিচল থাকব। সবাই মেরুদণ্ডহীন হয় না।"
কয়লা কাণ্ডে তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও তলব করেছিল ইডি। ২২ মার্চ তাঁর হাজিরা দেওয়ার কথা থাকলেও অভিষেক জানান, ছেলে ছোট থাকায় তার দেখভালের জন্য রুজিরা হাজিরা দিতে পারবেন না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন