স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি নবম ও দশম শ্রেণির নিয়োগ সংক্রান্ত সুপারিশ কমিটির বিরুদ্ধেও এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। অঙ্ক ও ইতিহাস পরীক্ষায় পাশ না করেও নিয়োগের ১৭টি সুনির্দিষ্ট অভিযোগ সামনে এসেছে। নিয়োগ সংক্রান্ত যাবতীয় সুপারিশ করেছিল ওই পাঁচ সদস্যের কমিটি। এবার তাদের ভূমিকাই খতিয়ে দেখবে সিবিআইয়ের ডিআইজি পদাধিকারী আধিকারিক। আগামী ১৫ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে আদালতে। রাজ্যের নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলায় বুধবার রীতিমতো কাঠগড়ায় উঠতে হয় স্কুল সার্ভিস কমিশনের দুই আধিকারিককে।
এদিন দুই আধিকারিককে যেভাবে কাঠগড়ায় তুলে জিজ্ঞাসাবাদের ঘটনা, তা নজিরবিহীন। অভিযোগ, প্যানেলে নাম না থাকা সত্ত্বেও শেখ ইনসান আলি নামে এক ব্যক্তিকে দু-বার রেকমেন্ডশন লেটার দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। সেই সুপারিশ অনুযায়ী তিনি চাকরিও করছিলেন একটি স্কুলে। তাঁর চাকরি ইতিমধ্যেই বাতিল করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন