এবার কলকাতার পথে অনুব্রত মণ্ডল। বীরভূমের এই দাপুটে নেতা হঠাৎ কেন কলকাতায়? ইতিমধ্যে রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন। বগটুইয়ের ঘটনার পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছেন অনুব্রত মণ্ডল।
এদিকে হাইকোর্ট থেকে আইনি রক্ষাকবচ না পাওয়ার পরপরই পঞ্চম বারের মতো নোটিশ পাঠায় সিবিআই। আগামী ৬ এপ্রিল (বুধবার) হাজিরা দিতে বলা হয় অনুব্রত মণ্ডলকে। এরই মধ্যে আগামিকাল কি তিনি আদৌ হাজিরা দিতে যাবেন? হঠাৎ করেই বীরভূম থেকে কলকাতার উদ্দেশে রওনা হওয়া ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। যদিও অনুব্রত মণ্ডল বা তাঁর আইনজীবীর তরফে এখনও এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তিনি সিবিআইয়ের মুখোমুখি হবেন এমনটাও যেমন বলা হয়নি, তেমনই তিনি যে এবারও হাজিরা এড়িয়ে যাবেন এমন কোনও ইঙ্গিতও দেননি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন