হাঁসখালিকাণ্ডে মূল অভিযুক্ত ব্রজ ওরফে সোহেল গয়ালি-সহ তিনজনের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রের খবর, নির্যাতিতার মা-বাবারও ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। হাঁসখালির ধর্ষণ-খুনের মামলায় পুলিশ ইতিমধ্যে যাঁদের বয়ান নিয়েছিল, এবার তাঁদের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।
জানা গিয়েছে, দিন দুয়েক আগেই হাঁসখালিকাণ্ডে মূল অভিযুক্তের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাড়ি থেকে সংগ্রহ করা হয়েছিল রক্তমাখা তোশক, ওষুধের শিশি, ফ্রিজে রাখা খাবারের নমুনা। এর পাশাপাশি, মূল অভিযুক্ত সোহেল ওরফে ব্রজ গয়ালির বাড়ির পিছন থেকে মদের বোতল ও মোবাইল ফোনের ভাঙা অংশ উদ্ধার করে কেন্দ্রীয় ফরেন্সিক দল। ব্রজর বাড়ি থেকে নেওয়া হয় আঙুলের ছাপ।
হাঁসখালিকাণ্ডে ডিএনএ পরীক্ষার সাহায্য নেবে সিবিআই। এর আগে নির্যাতিতার বাড়ি থেকে তার নিত্যব্যবহার্য জিনিস সংগ্রহ করা হয়। মূল অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হওয়া নমুনার সঙ্গে ডিএনএ মিলিয়ে দেখা হবে। তখনই জানা গিয়েছিল, ডিএনএ সংগ্রহ করা হবে মূল অভিযুক্ত সোহেল ওরফে ব্রজ গয়ালি-সহ ধৃত ২ জনেরও।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন