বামেদের টার্গেট তরুন প্রজন্ম। এবার কী খোলনলচে বদলাচ্ছে সিপিএম? DYFI-এর সম্মেলনে এবার হবে ব্যান্ডফেস্ট। সম্মেলনের জন্য ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে পাঁচটি গান। এর দায়িত্বে সৃজন-শতরূপ সহ নবীন প্রজন্মের নেতারা।
এর আগে পুরনো দিনে মানুষের কাছে পৌঁছানোর হাতিয়ার হিসেবে দলের কাকছে ছিল গণসঙ্গীত এবং গণনাট্য।
দলে নতুন পরিকল্পনায় সিপিএম সিদ্ধান্ত নিয়েছে DYFI-এর সর্বভারতীয় সম্মেলনকে লক্ষ রেখে ব্যান্ডফেস্ট করা হবে। সিপিএম-এর ইতিহাসে এই প্রথমবার নতুন প্রজন্মের নতুন দাবিদাওয়ার কথা মাথায় রেখেই এই উদ্যোগ।
নতুন জেনারেশনের কাছে পৌঁছানোর জন্য এর বিকল্প কোনও পথ নেই। ইতিমধ্যেই বেশ কিছু গান তৈরি হয়েছে এবং এবং একটি অ্যালবামের কাজও চলছে। তৈরি হয়ে গিয়েছে থিম সং। সেই গান রিলিজ করার পরিকল্পনা রয়েছে আগামি শনিবার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন