ফের বিস্ফোরক কুণাল ঘোষ। আবারও তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে দলের এক মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। সোমবার আদালতে হাজিরা দিতে গিয়ে আবেগতাড়িত হয়ে কেঁদেও ফেলেন তৃণমূল মুখপাত্র। ক্ষোভের সুরে বললেন, আইকোর মামলায় যাঁকে মঞ্চে উঠে বক্তৃতা করতে দেখা গিয়েছে, যিনি আইকোর মডেলকে তুলে ধরেছেন, বাইরে থেকে আমায় যিনি পাগল বলেছেন, তিনি মন্ত্রী, তিনি ঘুরে বেড়াচ্ছেন। ঘাড় ধরে জেলে ঢোকানো দরকার। যারা ষড়যন্ত্র করেছে, তারাও ঘুরে বেড়াচ্ছে। তবে কে সেই মন্ত্রী, কে সেই ষড়যন্ত্র করছে, তা স্পষ্ট করে জানাননি।
উল্লেখ্য, সারদা মামলায় কারাগারে থাকাকালীন আত্মহত্যার চেষ্টা করেছিলেন কুণাল ঘোষ। এর পরিপ্রক্ষিতে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল। সাক্ষী শেষ হয়ে যাওয়ার পর আজ সেই মামলায় ডেকে পাঠানো হয়েছিল তাঁকে। তাই আজ বিধাননগর এমপি-এমএলএ আদালতে এসেছিলেন কুণাল ঘোষ। বিচারপতি বেশ কিছু প্রশ্ন করেন। তারই উত্তর দিয়েছেন কুণাল ঘোষ। জানান কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী। যদিও আদালত থেকে বেরিয়ে তিনি নিজে কোনও কিছুই বলেননি। আবার ৩০ এপ্রিল কুণাল ঘোষকে আসতে বলা হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন