নিয়োগ নিয়ে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। নবম দশম শিক্ষক নিয়োগ মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নতুন FIR দায়ের করে তদন্ত করবে সিবিআই, এমনটাই বলা হয়েছে আদালতের তরফে। আজকেই FIR দায়ের করবে সিবিআই, এমনটাই খবর পাওয়া গিয়েছে আদালত সূত্রে। আর কালকের মধ্যে প্রাথমিক রিপোর্ট পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
প্রসঙ্গত, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, যে যোগ্য প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরি না পেয়ে চোখের জল ফেলছেন। তাঁদের দুর্দশা দূর করার জন্য আমি, যা করার করব। যাঁরা অবৈধভাবে নিযুক্ত হয়েছেন, তাঁদের জন্য আমি একাই যথেষ্ট। আমি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। টাকা কোথা থেকে কোথায় গেছে... সেটা খুঁজে বার করব।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন