নিয়োগে বেনিয়ম মামলায় চরম অস্বস্তিতে এসএসসি। এবার চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ মামলার তদন্তে নেমে বিস্ফোরক রিপোর্ট দিল অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটি। ওই রিপোর্টে বলা হয়েছে, গ্রুপ-ডি পর্যায়ে নিয়োগে ৬০৯টি ভুয়ো সুপারিশপত্র দেওয়া হয়েছিল। বলা হয়েছে, ওই এই সুপারিশপত্র দেওয়া হয়েছিল কমিটির প্রাক্তন উপদেষ্টা-সহ একাধিক পদাধিকারীদের নির্দেশেই।
সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দেয় অনুসন্ধান কমিটি। তাদের রিপোর্ট অনুযায়ী, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুমতিতে যুগ্ম সচিব যে ৫ সদস্যের কমিটি গঠন করেছিল তা বেআইনি। সরাসরি রাজ্য সরকারের সঙ্গে এই কমিটির সরাসরি কোনও সম্পর্ক আছে কি না সেটাও স্পষ্ট নয়। রিপোর্ট আরও বলা হয়েছে, চেয়ারম্যানকে অন্ধকারে রেখেই দেওয়া হত এই সুপারিশপত্র। এই সুপারিশপত্রের জন্য হিসেব রাখার জন্য আলাদা রেজিস্ট্রার ছিল।
রিপোর্টে আরও দাবি করা হয়েছে, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং সমরজিৎ আচার্য ভুয়ো সুপারিশপত্র তৈরি করেছেন। তাই তাদের বিরুদ্ধে প্রতারণা এবং ভুয়ো নথি বানানোর জন্য ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির একাধিক ধারায় FIR দায়ের করা উচিত বলে মনে করেছে অবসরপ্রাপ্ত বিচারপতির অনুসন্ধান কমিটি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন