দেশের বিভিন্ন রাজ্যে করোনা সংক্রমণ বেশ ঊর্ধ্বমুখী। গত দু-তিনদিন ধরেই এই মারণ সংক্রমণের হার বৃদ্ধি নিয়ে চিন্তিত চিকিৎসকরা। বুধবার ৬৫ শতাংশ বেড়েছিল সংক্রমণ। বৃহস্পতিবারও তা আরও বাড়ছে। তবে কি মহামারীর চতুর্থ ঢেউ আসন্ন?
এবার সেই তথ্য জানতে আবার রাজ্যে সেন্টিনাল সার্ভিল্যান্স চালু করছে স্বাস্থ্য দফতর। কী ভাবে হবে এই কাজ? ২৮ স্বাস্থ্য জেলায় হাসপাতাল ভিত্তিক সমীক্ষার নির্দেশ। জানান হয়েছে, ২৭ এপ্রিল থেকে ২৯ এপ্রিলের মধ্যে হবে প্রথম সমীক্ষা। প্রত্যেক স্বাস্থ্য জেলা থেকে ৪০০ নমুনার ফলাফল জমার নির্দেশ। ৩০ এপ্রিলের মধ্যে ফলাফল জমার নির্দেশ স্বাস্থ্য দফতরের। এদিকে দেশে ফের দাপট দেখাচ্ছে করোনা। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের কাছাকাছি। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৮০ জন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন