এবার দল নিয়ে বিস্ফোরক মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের। 'আমার নাম দুর্নীতিতে জড়ায়নি, চেষ্টা করেও পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, ততদিন আছি।' এমনটাই বললেন পার্থ চট্টোপাধ্যায়। এর পরে তিনি আরও বলেন, 'আমি যতদিন ছিলাম, দুর্নীতির অভিযোগ আসেনি। আমাদের দলের কোন বিজ্ঞ কী বলল, তা নিয়ে কিছু বলব না। কার সময় হয়েছে, এটাতে আমি বিশ্বাসী নই।' তাহলে কি নাম না করেই কুণাল ঘোষকে আক্রমণ করলেন পার্থ চট্টোপাধ্যায়?
উল্লেখ্য, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'অভিষেক তরুণ প্রজন্মের শ্রেষ্ঠ নেতা। তবে মমতাকে সামনে রেখে তুলনা করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ই আমাদের মুখ্যমন্ত্রী। কে মুখ্যমন্ত্রী হবেন, এই মুহূর্তে তা ভাবতেই পারছি না। অভিষেক তো বলেছে, ২০ বছর সরকার নিয়ে ভাববে না। তারপরও কেন লোকে বলে জানি না।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন