চাকরি করে দেওয়ার জন্য বহু জায়গা থেকে চাপ ছিল। এমনটাই বিস্ফোরক দাবি SSC-র প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলের। পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কেও বিস্ফোরক দাবি করেছেন তিনি। যদিও এ'নিয়ে এখনও পর্যন্ত প্রাক্তন শিক্ষামন্ত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এসএসসি প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলের কথায়, অনেক সুপারিশ চালককে দিয়ে নেতারা পাঠিয়েছে। প্যাডের পর প্যাড। বহু সুপারিশ। বিভিন্ন জায়গা থেকে প্রচন্ড চাপ ছিল। কোথাও তালিকা করে দেওয়া, চাকরি করে দেওয়া, নেতারাই সুপারিশ করতো।
পার্থ চট্টোপাধ্যায় তখন শিক্ষামন্ত্রী না থাকলেও, তৃণমূলের মহাসচিব ছিলেন। SSC নিয়োগ দুর্নীতি নিয়ে যখন উত্তাল রাজ্য, তখন পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে বিস্ফোরক দাবি করেছেন SSC'র প্রাক্তন চেয়ারম্যান। চিত্তরঞ্জন মণ্ডল আরও বলেন, চাপ বাড়তেই থাকল। নতি স্বীকার করিনি। কিন্তু, চাপ বাড়তেই থাকল। অক্টোবর মাসে পার্থ চট্টোপাধ্যায় ডাকলেন। বললেন, ছেড়ে দিন। উনি দলের মহাসচিব। দোর্দণ্ডপ্রতাপ। খুব খারাপ লেগেছিল সেদিন। দুর্ব্যবহার করেছিলেন। দুঃখে ছেড়ে দিয়েছিলাম। পদত্যাগপত্র ফিরিয়ে নিতে বলেনি। তখন হয়ত তাড়া ছিল। ভেবেছিল আপদ বিদায় হোক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন