শীঘ্রই প্রকাশিত হবে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। জুন মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে এমনটাই খবর জানা গিয়েছে। যদিও মে মাসের শেষের দিকে ফলপ্রকাশ হতে পারে বলে প্রথমদিকে শোনা যাচ্ছিল। ট্রেন্ড বলছে, মাধ্যমিক পরীক্ষার ৯০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করে থাকে মধ্যশিক্ষা পর্ষদ। ১৬ মার্চ শেষ হয়েছিল এ বছরের মাধ্যমিক পরীক্ষা।
কোভিড কালে গতবছর মাধ্যমিক পরীক্ষা হয়নি রাজ্যে। এবছর পরিস্থিতির উন্নতি হতেই সরাসরি পরীক্ষা কেন্দ্র গিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে মধ্যশিক্ষা পর্ষদ। যদিও প্রতি ক্ষেত্রেই কঠোরভাবে মানা হয় কোভিড বিধি। এবার সেই কারণই পরীক্ষার ফলের আগে বাড়তি আগ্রহ রয়েছে পড়ুয়াদের মধ্যে। কবে ফলপ্রকাশের দিনটা ঘোষণা হয়, সেইদিকে তাকিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা। কোন কোন ওয়েবসাইট থেকে মাধ্যমিকের ফলাফলঃ- www.wbbse.wb.gov.in
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন