ফের পরীক্ষা পিছনোর দাবিতে সরব হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একটা বড় অংশ। অফলাইন পরীক্ষা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত সামনে আসার পর সোমবার থেকে আবারও বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। মঙ্গলবারও তাঁরা তাঁদের দাবিতে অনড় ছিলেন। কলেজ স্ট্রিটের বিভিন্ন জায়গায় এই দাবিতে জমায়েত করেন আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা।
প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউ সামলে আবারও যখন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে যায়, তখন ক্লাস চলে অফলাইনেই। তবে অফলাইনে পঠনপাঠন হলেও পরীক্ষা নেওয়া হোক অনলাইনে। এমনটাই দাবি জানিয়েছিল বেশকিছু কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ঠিক একইভাবে এই দাবিতে সরব হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। এই বিষয়ে আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল যে, যেহেতু করোনা পরিস্থিতি এখন স্বাভাবিক এবং কলেজে পঠনপাঠনও হয়েছে অফলাইনে, তাই পরীক্ষাও নেওয়া হবে অফলাইনে। তবুও কোন মাধ্যমে হবে পরীক্ষা তা চূড়ান্ত করতে ৩ জুন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্যরা বৈঠকে বসেন। তাতেই সর্বসম্মত ভাবে অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত উঠে আসে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন