প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলায় চন্দন মণ্ডল ও উপেন বিশ্বাসকে সিবিআই জিজ্ঞাসাবাদের নির্দেশ।
প্রাথমিকভাবে সিবিআইকে এফআইআর দায়ের করে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিল আদালত। উপেন্দ্রনাথ বিশ্বাসকে সিবিআইয়ের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি রঞ্জন ওরফে চন্দন মণ্ডল নামে ভূতুড়ে ব্যক্তি যদি সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা না করেন তাহলে প্রয়োজনে সিবিআই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি।
প্রসঙ্গত, ২০১৪-র টেটে পাস না করেও নতুন ৮৭ জন টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। সেই সংক্রান্ত মামলায় আজ মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন্দ্রনাথ বিশ্বাস কিছুদিন আগে ফেসবুক লাইভে জানিয়েছেন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি এখানে বিক্রি হচ্ছে। এই ব্যাপারে রঞ্জন খুব সৎ ছেলে সে কারও টাকা আত্মসাৎ না চাকরি না হলে টাকা ফেরত দিয়ে দেয়। ১৫ কোটি লক্ষ টাকা দর উঠেছে চাকরির। রঞ্জনের বক্তব্য খাতায় লিখে আসতে হবে না, শুধু রোল নম্বর লিখে এলেই চাকরি পাওয়া যাবে। খাতায় লিখে এলেই সমস্যা।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন