মুখ্যমন্ত্রীর মানবিকতার সাক্ষী রইলেন বঙ্গবাসী। রাজ্যের এক সাংবাদিক দূরারোগ্য ক্যানসারে ভুগছেন, এই খবর শুনেই তাঁর চিকিৎসার সব দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, ওঁর সমস্ত চিকিৎসার ভার সরকারের। এসএসকেএমে ভরতি করানো হোক। উন্নতমানের চিকিৎসা হবে। যা খরচ লাগবে, রাজ্য দেবে। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডে সুবিধার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক স্বর্ণেন্দু দাস। সদ্যই জানা গিয়েছে, তিনি ক্যানসারে আক্রান্ত। চিকিৎসার বিপুল ব্যয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন