কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে টানা জেরা করল সিবিআই। মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসে ৮ সদস্যের সিবিআই টিম। প্রায় ৭ ঘণ্টা পর ওই টিম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ছিলেন ত্রিপুরায়। এর মধ্যেই রুজিরাকে জেরা করল সিবিআই।
অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার উদ্দেশে রওনা হতেই কালীঘাটের বাড়িতে হানা দিল সিবিআই। সাংসদ পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতেই কালীঘাটের শান্তিনিকেতনে পৌঁছন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিল সিবিআই। সেখানে গোয়েন্দারা জানতে চান, তাঁরা কবে সিবিআই এর সঙ্গে কথা বলতে পারবেন ? সেই চিঠির জবাব পেয়েই আজ সিবিআই আধিকারিকরা কয়লাপাচার নিয়ে জিজ্ঞাসাবাদ করতে অভিষেকের ভবানীপুরের বাড়িতে যাচ্ছেন। এর আগে দিল্লিতে ইডি-র জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কয়লাপাচার-কাণ্ডের টাকা-পয়সার হিসাব নিয়ে। প্রসঙ্গত, অভিষেক এবং রুজিরাকে সিবিআই দিল্লিতে তলব করেছিল কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করতে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন