মহম্মদ পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য জের। বিক্ষোভ-অবরোধে উত্তাল হাওড়া। উলুবেড়িয়ায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ! পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করল প্রশাসন। সোমবার পর্যন্ত জেলাজুড়ে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা।
গতকাল বৃহস্পতিবার হাওড়ার ডোমজুড়ে দীর্ঘ সময়ে ধরে পথ অবরোধ করে রেখেছিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এর পাশাপাশি রাস্তায় টাওয়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ।
এদিকে, আগেই হজরত মহম্মদকে অপমান ইস্যুতে জাতীয় সড়ক অবরোধ করার ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। বিষয়টি নিয়ে ইচ্ছাকৃত প্ররোচনা দেওয়া এবং পরিস্থিতিকে উত্তপ্ত করার অভিযোগে এই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। কারা এই ইস্যুতে প্ররোচনা দিচ্ছেন ? তা খুঁজে বের করতেই আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে মামলাকারীদের তরফে জানানো হয়েছে। আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন