শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে পঞ্চায়েত এলাকায় ফের দাপট দেখাচ্ছে তৃণমূল। তবে বিজেপিও খুব একটা খারাপ ফল করেনি। সকাল থেকেই শুরু হয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটের গণনা। আপাতত পঞ্চায়েত এলাকায় গণনার ফল সামনে এসেছে। দেখা যাচ্ছে, পঞ্চায়েত এলাকার ৪৬২ আসনের মধ্যে এখনওপর্যন্ত তৃণমূলের দখলে গিয়েছে ২৮৩ আসন। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি।
গেরুয়া শিবিরের ঝুলিতে এখনওপর্যন্ত পড়েছে ৬৫ আসন। অন্যদিকে, সিপিএম ৮, কংগ্রেস ১১ ও নির্দল ১১টি আসনে জয়ী হয়েছে। তবে গণনার কাজ এখনও চলছে। শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে একসময় বামেদের দাপট ছিল। এবার সেই জায়গা ধীরে ধীরে দখল করছে তৃণমূল। এখনও পর্যন্ত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের গণনা বাকী রয়েছে। তবে ইতিমধ্যেই নকশালবাড়ি, ফাঁসিদেওয়া, খড়িবাড়ি, মাটিগাড়াতে বিজয় উল্লাস শুরু করেছে তৃণমূল কংগ্রেস। বৃষ্টির মধ্যেই আবির খেলতে শুরু করেছে তৃণমূল সমর্থকরা। তবে পিছিয়ে নেই বিজেপিও। তারাও রাস্তায় নেমে উল্লাস করছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন