সম্প্রতি বাংলা সফর সেরে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তারপরই দিল্লি উড়ে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সাধারণ সম্পাদক(সংগঠন) অমিতাভ চক্রবর্তী। এবার ফের সুকান্তকে দিল্লিতে ডেকে পাঠালেন বিজেপি নেতৃত্ব।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, ২০২৪ সালের লোকসভা ভোটের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে চলেছে বিজেপি। সেই প্রস্তুতি হিসেবে সোমবার কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে প্রস্তুতি বৈঠকে বসছে বিজেপি। রাজ্য স্তরের সমস্ত শীর্ষ নেতারা সেই বৈঠকে উপস্থিত থাকলেও দিল্লি যাওয়ার কারণে সেই বৈঠকে থাকতে পারছেন না সুকান্ত মজুমদার। ফলে তাঁর দিল্লি সফর বিশেষ ইঙ্গিতবাহী বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন