এবার স্কুলের পোশাক বিতর্ক। স্কুলের পোশাকে কেন বিশ্ববাংলা লোগো? তাই নিয়ে এবার রাজ্য সরকারের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। আগেই স্কুল শিক্ষা দফতরের এই পোশাক নির্দেশিকা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।
স্কুলের পোশাকে কেন বিশ্ববাংলা লোগো লাগানো হবে তা নিয়ে বিরোধিতা শুরু হয়ে গিয়েছে। কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে ছিল মামলার শুনানি। আগামী ২ সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছে রাজ্য সরকারকে। এর পাশাপাশি মামলাকারীকেও হলফনামা দিতে হবে। তিন সপ্তাহ পর হলফ নামা দেবে মালাকারী। তিন সপ্তাহ পর ফের মামলার শুনানি রয়েছে। অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে এই মামলা দায়ের করা হয়েছে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন