২৬৯ জনের চাকরি বাতিল, বেতন বন্ধ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু বৃহস্পতিবার প্রায় আড়াই ঘণ্টা ধরে শুনানিতে সঠিক যুক্তিই খাড়া করতে ব্যর্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ।
"২৩ লাখ প্রার্থীর মধ্যে কেন ২৬৯ জনকে বাড়তি এক নম্বর দেওয়া হল?"
উল্লেখ্য, SSC-র টেট-এও নিয়োগের ক্ষেত্রে অনিয়ম সংক্রান্ত একটি মামলায় CBI তদন্তের নির্দেশ দিয়েছিল বিচারতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। বৃহস্পতিবার টেট সংক্রান্ত একটি মামলা ডিভিশন বেঞ্চে উঠে। এদিন প্রাথমিকে শিক্ষক নিয়োগ অনিময়ম মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশে কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন