এসএসসি দুর্নীতিকাণ্ডে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পর মন্ত্রীর সঙ্গে বিভিন্ন যোগসূত্র খুঁজছে কেন্দ্রের তদন্তকারীর দল। এই তদন্তেই নাম জড়াল শিলিগুড়ির এক প্রভাবশালী নেতার।
ইডি সূত্রে খবর, শিলিগুড়ির ওই তৃণমূল নেতা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীও। তাঁর এবং কয়েকজন তৃণমূল কাউন্সিলরের সঙ্গে শিল্পমন্ত্রীর বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেখানকার ১৯৫ জন পরীক্ষার্থী সম্পূর্ণ সাদা খাতা জমা দিয়েও চাকরি পেয়ে গিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়ের সুপারিশেই তাদের চাকরি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কয়েকজনের মাধ্যমে টাকা আদান প্রদান করা হত এবং সবের মূলে ছিলেন ওই তৃণমূল নেতা। এছাড়া, আর কার কার সঙ্গে যোগ রয়েছে সেদিকটিও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, উত্তরবঙ্গের পার্থ চট্টোপাধ্যায় বেশ জনপ্রিয়। তাই খোঁজ পেয়েই কয়েকজন ইডি আধিকারিক পৌঁছে গিয়েছে শিলিগুড়ি। চলছে পুঙ্খানুপুঙ্খ তদন্ত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন