ফের করোনা আতঙ্ক। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই মারণ করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭৩৯ জন, যা আগের দিনের তুলনায় বেশ খানিকটা বেশি। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, সংক্রমিতদের মধ্যে কলকাতা বাসিন্দাই ৬৭৩ জন। উত্তর ২৪ পরগনার ৪৪১ জন।
দক্ষিণ কলকাতার ৮ ও ১০ নম্বর বরো-এ করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। ১০ নম্বর বরো এলাকার নিউ আলিপুর, গরফা, লেক, যাদবপুর, গল্ফ গ্রিন, রিজেন্ট পার্ক ও নেতাজিনগরে বেড়েই চলেছে সংক্রমিতের সংখ্যা। ৮ নম্বর বরো এলাকার গড়িয়াহাট, বালিগঞ্জ, ভবানীপুর, টালিগঞ্জও ভণ দেখাচ্ছে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন