দল তাঁর পাশ থেকে এখনও সরে দাঁড়ায়নি। আইনত দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না সেটাও জানিয়ে দেওয়া হয়েছে তৃণমূল নেতৃত্ব। কিন্তু গোটা গ্রেফতারি পর্বে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকায় খুশি নয় তৃণমূল কংগ্রেসের একাংশ। বিশেষ করে পার্থ যেভাবে নিজের অ্যারেস্ট মেমোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লিখে নিয়েছেন, তাতে রীতিমতো ক্ষুব্ধ তৃণমূল। শনিবার গ্রেফতার হওয়ার পর পার্থ বলেন, "নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম। পারিনি। তবে আমার কোনও টেনশন নেইপ।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন