কিছুদিন আগে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে গ্রুপ-ডি ২০১৯ পে লেভেল ১ নিয়োগ পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। গ্রুপ-ডি ক্যাটাগরিতে ১০৩৭৬৯টি শূন্য পদে নিয়োগের জন্য পরীক্ষার ইতিমধ্যে দিনক্ষণ ঘোষণা করেছে বোর্ড।
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বোর্ড আগামী ১৭ অগাস্ট থেকে একাধিক ধাপে আরআরসি লেভেল-১ বা আরআরবি গ্রুপ-ডি পরীক্ষা পরিচালনা করতে চলেছে।
এর আগে বোর্ডের তরফে ২৩ ফেব্রুয়ারি পরীক্ষা পরিচালনা করার কথা ছিল। কিন্তু প্রার্থীদের দেশব্যাপী বিক্ষোভের কারণে তা স্থগিত রাখা হয়েছিল। সম্প্রতি বোর্ডের তরফে ওয়েবসাইটে সংশোধিত সময়সূচী প্রকাশ করা হয়েছে। এই সংক্রান্ত সময়সীমায় ফের কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন