এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। ইডি সূত্রে খবর, খুবই টেনশনে আছেন অর্পিতা। বুধবার রাতে বার বারই বাথরুমে যেতে চাইছিলেন। মঙ্গলবার দিন থেকে বুধবার রাতে আরও বেশ খানিকটা বিধ্বস্ত দেখাচ্ছিল তাঁকে। ইডি সূত্রে খবর, লক-আপে দুবার কেঁদেছেন অর্পিতা মুখোপাধ্যায়।
প্রসঙ্গত, এর আগে জেরা চলাকালীন ইডির তদন্তকারীদের কাছে চিনি ছাড়া ব্ল্যাক কফিরও আবদার করেছেন অর্পিতা। সল্টেলেক সিজিও কমপ্লেক্সের সাত তলায় ইডির দফতর। সেখানেই একই ছাদের তলায় এখন ঠাঁই হয়েছে পার্থ চট্টোপাধ্যোয় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের। অভিযুক্তকে জেরা চলছিল। তখনই ঘটে অবাক করা ঘটনা। ইডির তদন্তকারীদের কাছে আচমকা ব্ল্যাক কফির আবদার করেন অর্পিতা মুখোপাধ্যায়। তাও আবার চিনি ছাড়া। অভিযুক্তের এহেন আবদার শুনে খানিক ভিরমি খাওয়ার জোগাড় হয় তদন্তকারীদের। জেরার মাঝে ব্ল্যাক কফি? শেষে অবশ্য পার্থ-ঘনিষ্ঠ মডেল-অভিনেত্রীকে সুগার ফ্রি এক কাপ ব্ল্যাক কফি দেওয়া হয়। তারপর চলে ম্যারাথন জেরা। উল্লেখ্য, ইডির বিশেষ আদালত পার্থ এবং অর্পিতাকে ৩ অগাস্ট পর্যন্ত হেফাজতের রাখার নির্দেশ দিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন