রবিবার জোকার ইএসআই হাসপাতালে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, উদ্ধার হওয়া বিপুল টাকা তাঁর নয়। প্রাক্তন মন্ত্রীর এনিয়ে খোঁচা দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল বলেন, উদ্ধার হওয়া ওই বিপুল টাকা কার তা অর্পিতা মুখোপাধ্যায় আর পার্থ চট্টোপাধ্যায়ই বলবেন। পার্থবাবুরা নিজেরাই ঠিক করে নিয়ে বলুন। এই ইস্যুতে আমার বলার কিছু নেই। তৃণমূল মুখপাত্র বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কে গত কয়েক দিনের পর্যবেক্ষণের পর মাননীয়া মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন সরকার সম্পর্কে, দল সিদ্ধান্ত নিয়েছে। এর পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলার তা জানিয়ে দিয়েছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন