ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে জনস্বার্থ মামলায় রাজ্যের আবেদন খারিজ করল আদালত। আজ, মঙ্গলবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলায় রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এমনকী রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলল আদালত।
ঠিক কী ঘটেছে কলকাতা হাইকোর্টে? আজ আদালতে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, এত বছর পর প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে জনস্বার্থ মামলা গ্রহণযোগ্য নয়। এই নিয়োগ প্রক্রিয়া আট বছর অতিক্রান্ত হয়েছে। এতদিন পর জনস্বার্থ মামলা খারিজের আবেদন জানায় রাজ্য। যদিও তা মানল না কলকাতা হাইকোর্ট। বরং আদালত জানায়, এই মামলাটি গ্রহণযোগ্য। আগামী ১৬ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি।
কেনও মেধাতালিকা প্রকাশ করা হল না? এই অভিযোগে আদালতে মামলা করেন বিজেপি নেতা তাপস ঘোষ। এই প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা করেন তিনি। এমনকী সত্য উদঘাটনে ইডি–সিবিআইকে দিয়ে তদন্তের আর্জি জানিয়েছেন মামলাকারী। তার উত্তর পেতেই হলফনামার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যের বক্তব্য ঠিক কী? এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। এর পাশাপাশি মামলা খারিজ করার আবেদন করে। যদিও রাজ্যের আবেদন গ্রাহ্য হল না। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য হলফনামা আকারে জমা দিতে নির্দেশ দেয় আদালত।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন