শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। তদন্তে নেমে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী দল ইডি। এর পাশাপাশি বিপুল পরিমাণ টাকার হদিস পাওয়া যাচ্ছে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে।
অভিযোগ, মেধা তালিকা প্রকাশ্যে আসতেই দেখা যাচ্ছে নবম-দশম শিক্ষক নিয়োগে সংরক্ষণ নিয়ম মানাই হয়নি। মেধাতালিকার বাইরে থেকে চাকরি পেয়েছেন অনেকে। চাকরিপ্রার্থীদের এও দাবি, মেধায় 'হাইজাম্প' করে চাকরি পেয়েছে অনেকেই। নতুন অভিযোগ নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। তারই পরিপ্রেক্ষিতে মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন