শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আরও গতি আনতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর, ২০১১ সাল থেকে আজ পর্যন্ত হওয়া সব চাকরি রয়েছে ইডির স্ক্যানারে। টেটের মাধ্যমে নিয়োগের সব নথি খতিয়ে দেখতে চান ইডির তদন্তকারী আধিকারিকরা। প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জরুরি ভিত্তিতে সেই নথি চেয়েছে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, ইডির জয়েন্ট ডিরেক্টর ও ডেপুটি ডিরেক্টরের তরফ থেকে এই সংক্রান্ত তথ্য তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। সেই মোতাবেক পদক্ষেপও করতে শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষা সংসদগুলির থেকে নথি তলব করা হয়েছিল। কিন্তু এবার ইডির একেবারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে জরুরি ভিত্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত নিয়োগের যাবতীয় নথি চেয়ে পাঠানো হয়েছে। এই সময়ের মধ্যে যাঁরা যাঁরা প্রাথমিকে চাকরি পেয়েছেন, তাঁদের প্রত্যেকের নিয়োগ যাচাই করে দেখতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন