আপাতত শুনানি হচ্ছে না নিয়োগ দুর্নীতি মামলার। কলকাতায় থাকছেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। টেট ও SSC দুর্নীতি মামলা বিচারাধীন রয়েছে বিচারপিতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। আপাতত তিনি জলপাইগুড়িতে থাকবেন, তাই আগামী ১৫ দিনের জন্য এই মামলাগুলি স্থগিত।
জানা গিয়েছে, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যাবেন গঙ্গোপাধ্যায়। সেখানেই তিনি থাকবেন আগামী ১৫ দিন। এই ১৫ দিন তিনি সার্কিট বেঞ্চের মামলার বিচার করবেন। জানানো হয়েছে, আগামী ১৭ অগস্ট ফের SSC দুর্নীতি ও টেট দুর্নীতি মামলাগুলির শুনানি শুরু করা হবে। ১৫ দিন পরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতায় ফিরলে তারপর এজলাসে ওঠার কথা নিয়োগ দুর্নীতি অভিযোগ মামলার সিবিআই অ ইডির তদন্ত রিপোর্ট, পর্ষদের নিয়গ তালিকা, টেটের প্রশ্ন ভুলের অভিযোগ সহ হাইকোর্টের রোস্টার অনুসারে অন্যান্য মামলাও। এর পাশাপাশি পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ও তাঁর পরিবারের সম্পত্তির হলফনামাও খোলা হতে পারে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন