আদালতের নির্দেশ সত্বেও সরকারি কর্মচারীদের বকেয় মহার্ঘভাতা বা ডিএ মেটায়নি রাজ্য সরকার। তাই এবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হল কলকাতা হাই কোর্টে। যদিও আদালতের পুরনো রায় বিবেচনার জন্য হাই কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। সোমবার ইউনিটি ফোরামের তরফে মামলা দায়ের করা হয়। তাঁদের দাবি, গত মে মাসে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য তিনমাস সময় বেঁধে দিয়েছিল আদালত। গত ১৯ আগস্ট সেই তিনমাসের সময়সীমা উত্তীর্ণ হয়েছে। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু করেনি রাজ্য।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন