ফের নিয়োগ বিতর্ক। ১১২ জন প্রাথমিক টেট চাকরিপ্রার্থীকে নিয়োগের নির্দেশ কলকাতা হাই কোর্টের। পুজোর আগেই তাঁদের চাকরি দেওয়ার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নিয়োগ নির্দেশ আদৌ কার্যকর হল কিনা, সে বিষয়ে আগামী ২৮ সেপ্টেম্বর খোঁজ নেবেন তিনি। উল্লেখ্য, এর আগে গত দু’দিনে মোট ৭৭ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট।
২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের টেটের পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল ছিল। ওই বছরই পরীক্ষা দিয়েছিলেন ১১২ জন পরীক্ষার্থী।
বুধবার ওই মামলাতেই ১১২ জনকে নিয়োগের নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তিনি জানান, পুজোর আগে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের চাকরির বন্দোবস্ত করতে হবে। রাজ্য সরকার শূন্যপদ সংক্রান্ত তথ্য জানাবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তার ভিত্তিতে পর্ষদ নিয়োগ সুপারিশ দেবে। নিয়োগ নির্দেশ কার্যকর হল কিনা, আগামী ২৮ সেপ্টেম্বর সে সংক্রান্ত খোঁজখবর নেবেন বিচারপতি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন