এসএসসি গ্রুপ-ডি'র শূন্যপদে অবিলম্বে ৫৭৩ জনকে নিয়োগ করতে নির্দেশ দিল আদালত। মেধাতালিকার ওয়েটিংলিস্টে নাম থাকা চাকরি প্রার্থীদের এই শূন্যপদগুলিতে নিয়োগ করতে হবে।
গ্রুপ ডি ও গ্রুপ সি মামলাতে দ্রুত চাকরি দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হল কলকাতা হাইকোর্টের তরফে। বুধবার এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। বেআইনি নিয়োগের অভিযোগ যে সব পদ থেকে ছাঁটাই করা হয়েছে, সেই সব শূন্যপদ পূরণ করতে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। ইতিমধ্যে প্রাথমিকের একাধিক শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। নিয়োগ সংক্রান্ত অন্য একটি মামলায় বুধবারই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, নবম ও দশমের ক্ষেত্রে বেআইনিভাবে কাদের নিয়োগ করা হয়েছে, সেই তালিকা প্রকাশ করতে হবে। আর গ্রুপ ডি ও গ্রুপ সি মামলাতেও প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিলেন।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন