বাংলার দুর্গাপুজোয় ইউনেস্কোর হেরিটেজ মুকুট। তারই ধন্যবাদজ্ঞাপনে বৃহস্পতিবার সরকারিভাবে পদযাত্রার আয়োজন করা হয়েছিল। এদিন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, কলকাতায় বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নেন ইউনেস্কোর বেশ কয়েকজন প্রতিনিধি।
আর সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে সৌরভের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভকে নিজের ভাই বলেও বর্ণনা করলেন তিনি। মুখ্যনন্ত্রী বলেন, 'সৌরভ আমার ছোট ভাই। ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মব্যস্ততার মধ্যেও ও সময় বার করে এসেছে।' ভারতীয় ক্রিকেট বোর্ড, সিএবি, ইস্টবেঙ্গল, মোহনবাগান-সহ উপস্থিত অন্যান্য ক্লাবগুলিকেও ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। এদিন মঞ্চে মমতার পাশে বসেই অনুষ্ঠানের শেষ ভাগ দেখেন সৌরভ। পরে মঞ্চে বক্তব্যও রাখেন সৌরভ। তিনি বলেন, 'আমি শুধু সম্ভাষণটা বাংলায় করলাম। আজকে যাঁরা আমাদের অতিথি তাঁরা বাইরের মানুষ। বাংলায় কথা বললে তাঁরা বুঝবেন না। আমি ইংরেজিতেই বক্তব্য রাখব আজ।'
এর পরেই সৌরভ যোগ করেন, 'আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। আমাদের কাছে দুর্গাপুজো কী, ভাষায় বলে বোঝানো কঠিন। আমি গোটা বিশ্ব ঘুরে বেড়াই। বিভিন্ন দেশে দেখেছি বড়দিনে কত বড় উৎসব হয়। বিশেষ করে ইউরোপীয় দেশগুলিতে। ব্রাজিলের উৎসব বা মহারাষ্ট্রের গণেশ আরাধনা, যা কালকেই পালিত হল, সবগুলিই বড় করে হয়।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন